বুধবার, ৮ জুন, ২০১৬

কাঁচ আকাশ

নক্ষত্র বিন্দুর এ কাঁচ আকাশটা
কিছুদিন হলো        জলে ভেজে না
তল আঁধারি চা-বাগানের
চাপ চাপ সৌন্দর্যে
কিছুদিন হলো         মন লাগেনা ।


তবে কি ছায়াবৃক্ষেরা সব পাড়ি জমায়
একলা নদীর ধারে ?
রাত নিঝুমে
অন্ধ্যকার ছেঁকে হাওয়ায় ~
জোনাকীরা বসত-ভিটে ছাড়ে ।


আর রাত পাখির পালক
পিছলে পড়ে ঘুমে !


গভীর মমতায়
কাঁচ আকাশ তখন
থমকে চায়
চেয়ে থাকে
ঘাসে -
পিঁপড়ে ঘরে -
কি এক বিষণ্ণ নেশায় !



৪টি মন্তব্য:

  1. ধন্যবাদ তৃষা এত মন দিয়ে আমার প্রতিটি কবিতা পড়ার দন্য, আবার সময় নিয়ে সযত্নে মন্তব্য লেখবার জন্য। নিজেকে বেশ ভাগ্যবতী মনে হচ্ছে!

    তবে যা আপনার ভাল লাগছেনা সেটা জানতে পারলেও আমার ভাল হতো।
    অশেষ ধন্যবাদ
    🙏

    উত্তরমুছুন
  2. সবটাই ভাল লাগছে। তাই মন্তব্যও করা হচ্ছে। ভাল লাগছে না এমন কিছু এখনও চোখে পড়েনি, পড়লে নিশ্চয়ই জানাব। 😊 ধন্যবাদটা আসলে আপনার প্রাপ্য এত সুন্দর সুন্দর কবিতা লিখার জন্যে। ♥

    উত্তরমুছুন
  3. এত সুন্দর সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ তৃষা ! 🙏❤️

    উত্তরমুছুন