মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

অন্ধ চোখে দ্বন্দ্ব বিকোই



সবুজ
বড্ড সবুজ ভালবাসা টের পাই
ইদানিং ।
কেমন তিরতির
কেঁপে কেঁপে ওঠে আমার
চারপাশ।
যেন আমি জানতাম
এ আমার এ বাহুতলে
এ আমারই শূন্য স্থলে
উষ্ণ তরলএক
ভাপ দিয়ে
ভেসে থাকে
চিরন্তন অসীম।

আমি টের পাই।