সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বাউন্ডুলে

আজ একটা নৌকো বাওয়ার দিন।
নীল একটা পানসী নায়ে
কাকচক্ষু ঠান্ডা জলে
ভেসে যাবার দিন ।

আজ একটা ঝিল সারসের দিন।
সবুজ একটা পদ্মঝোঁপে
নীল সাদা সব ফুলের 'পরে
ক্যামোফ্লশ্জের দিন।

আজ একটু একলা হবার দিন।
সাদা মেঘ মাথায় রেখে
বৈঠেটাকে জিরুতে দিইয়ে
পানসীটাতে গা এলিয়ে
শুয়ে থাকার দিন ।

আজ একটা ব্যাকুল গোপন দিন
জলে রোদে চোখে
গন্ধমেখে
তেঁতে থাকা গ্রীষ্ম বেশে
'মন ভাল না' -র দিন ।

আজ,
একটা স্পর্শ পাবার দিন।
জগৎ সংসার শিকেয় তুলে
লাজলজ্জা বিলিয়ে দিইয়ে
স্পর্শ পাবার দিন।
স্পর্শ পেয়ে অবশ হবার দিন।

আজ ঠিক একটা, নৌকো বাওয়ার দিন ।



৮টি মন্তব্য:

  1. যদি বলি যে প্রতিদিন এই কবিতা পড়লেও আমার একবিন্দু খারাপ লাগবে না- তবে সেটা কম বলা হবে। যদি বলি প্রতিদিন শুধু এই একটা কবিতাই পড়তে চাই তবে সেটা বেশি বলা হবে। তবে সত্যি হল যখনই কবিতাটা পড়ি মনটা ম্যাজিকের মত ভাল হয়ে যায়- আর এক্ষেত্রে একটুও বেশি বা কম বলা হবে না। :)

    উত্তরমুছুন
  2. তৃষা,প্রথমত আমার ব্লগটিতে এসে বিচরণ করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা।
    দ্বিতীয়ত, সময় নিয়ে যত্ন সহকারে এমন চমৎকার মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। নিঃসন্দেহে অনুপ্রেরিত হলাম!
    ধন্যবাদ আবারও ( যতবার কবিতাটা পড়বেন ততবার!)

    উত্তরমুছুন
  3. ধন্যবাদ আপনাকে এমন একটা কবিতা লিখার জন্য। স্থির মনে কবিতাটা পড়লে উদাস হতে হয়, আর উদাস মনে পড়তে গেলে কোত্থেকে যেন স্থিরতার আশ্বাস চলে আসে। অদ্ভূত!
    কবি যখন যতবার পড়ব ততবারের জন্য আগাম ধন্যবাদ দিচ্ছেন, তখন বারবার পড়তে ইচ্ছে করার প্রবণতা বেড়েই যাচ্ছে। তবে কবিকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে রাখতে চাই- (আমার) প্রিয় একটা কবিতা লিখার জন্যে।

    উত্তরমুছুন
  4. "স্হির মনে কবিতাটা পড়লে উদাস হতে হয়, আর উদাস মনে পড়তে গেলে কোত্থেকে যেন স্হিরতার আশ্বাস চলে আসে।"
    সত্যি-ই অদ্ভূত সুন্দর উপলব্ধি আর তার আত্নপ্রকাশ আপনার, তৃষা। এমন প্রেরণা পেলে কার না ইচ্ছে করবে আবার লিখতে বসতে! আন্তরিক কৃতজ্ঞতা তৃষা আপনাকে ।
    স্রষ্টা তো বটেই সৃষ্টি নিজেই নিজেকে ধন্য মনে করছে পাঠকের প্রিয় কবিতার তালিকায় অন্তর্ভুক্ত হতে পেরে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দুজনার পক্ষ থেকে। 🙏

    উত্তরমুছুন
  5. আপনি এত সুন্দর করে উত্তর লিখেন যে তারপরে আর যাই লিখিনা কেন সেটা গৌণই থেকে যায়। কয়েকবার পড়লাম আপনার মন্তব্য, মুগ্ধ হলাম। এই যে বললেন "অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের দুজনার পক্ষ থেকে।" এখানে দুজনা বলতে কী বুঝিয়েছেন সেটা বুঝতেই আমার পাঁচ মিনিট সময় লেগেছে। সংক্ষিপ্ত অথচ যথার্থ শব্দের ব্যবহার...আনাড়িদের বুঝতে একটু সময় তো লাগবেই। আপনার উত্তরের প্রেক্ষিতে বলছি- আপনাদের দুজনের জন্যেই রইলো নিরন্তর ভালবাসা।
    আপনি এতখানি ধৈর্য্য নিয়ে আমাকে উত্তর লিখেছেন সেজন্যে বিশেষ ধন্যবাদ আপনাকে।

    উত্তরমুছুন