রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮

মাচা

ছোট্ট একটা মাচা
তার ওপরে ঘর ;
তোমার পাশে রইবো আমি
জন্ম জন্মান্তর ।

আদর চাইলে
চুমু দোব ;
মেঘের বাটিতে ,
পাহাড় বেয়ে আকাশ ছোঁব
দৃপ্ত হাসিতে ।

রাত জেগে যে
পানসি ভাসে;
ফিনিক জোছনায়,
সে আলসীতে সুখ বুনবো
মোদের আঙ্গিনায় ।

টাপুর টুপুর বৃষ্টি এলে
ভুলবো মাচাখানা,
আমার পাহাড় ~
আমার বাড়ী ~
কে করবে মানা?

নদী তখন আমার গায়ে
ছুটছে বিরামহীন ;
ভেজা মাটি নগ্ন পায়ে
পায়েল রিনিঝিন ।

হঠাৎ যখন রাত্রি নামেন
পাহাড় ঘেরা মাচায় ;
পিদিম জ্বেলে বসবো মোরা
ছোট্ট বারান্দাটায় ।

সিঁড়ির ধাপে কাঠের গায়ে
এলিয়ে দিয় পিঠ ;
আয়েশ করে গাইবো তখন
অভিমানের গীত ।