সোমবার, ২৯ আগস্ট, ২০২২

অন্তর্মুখীর বিষয়াদি

 জল ধরিতে চাও কন্যা

জল ভরিতে যাও

জলের মধ্যে ছলের বাড়ী

বারেক ফিরে চাও 


ছল করোনা ঘর করোনা 

উত্তরী বায় মাগে

বিজন দুপুর

ঘুঘুর পাকুড়

বিরান পড়ে থাকে 


জল ধরবা গো কন্যা

ওঠো এই নায়ে

নাও পার হইবা 

গাঁও ভুলাইবা

পলাশ বাঁকের বায়ে


পলাশ দিঘী পলাশ দিঘী

ফুল ফোটোলো সই

পরান আমার শৈশবেতে

ঘুড়ির নাগাল কই?


নাগাল?

সে তো দূর বাহাৎ

ছায়ার কাহিনী  

খর রৌদ্রের হুহু ধূলায়

দরদ মাখানি 



ঈশান রবি

ধানের মাঠে

চড়াইভাতির চূলা

এক আসমান ম্যাঘ আইছে

মন ভাসাইবো ভ্যালা ।


ভ্যালা ভাসছে 

ভ্যালা ঠেকছে

হায়রে কচুরি

অসীম বিলাস

ব্যোমের তলে

আবেগ বাহারি ।


কেউ দেখেনি

কেউই জানেনি

হঠাৎ কোথায় মেয়ে ?

নাকছাবি আর শাড়ীর দেহে

ভাসান গেল যে !