মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮

ভালবাসা মানে গোপন গোপন খেলা

এই আমার এক জোড়া চোখ
তোর চোখেতে রাখবো যেদিন,
এ আমার এক জোড়া ঠোঁট
তোর দাবীতে সোঁপবো যেদিন,
হালকা কিছু উষ্ণ শ্বাস
খুব নিভৃতে ফেলবো যেদিন,
সেদিন হবে মন ধোয়ানো
প্রাণ ভেজানো
গোপন খেলার ঢাক গুড় গুড় ।।

জানবি কি তুই
বুঝবি কি তুই
কি সুখেতে বাজবো আমি
জ্বেলে দিয়ে ছোঁয়ার আগুন ?