বুধবার, ৮ জুন, ২০১৬

লোভী

অসম্ভব ইচ্ছে গুলো মনে এলে
মন খারাপ লাগে ,
এই যেমন ধরো
নিস্তব্দ্ধ সবুজ উপত্যকায় দাঁড়িয়ে
পেঁজা মেঘেদের ছোঁবার লোভ
আমার বহুদিনের !

৭টি মন্তব্য:

  1. এই মন্তব্যটি লেখক দ্বারা সরানো হয়েছে।

    উত্তরমুছুন
  2. আপনার এই লোভটি কিন্তু আমারও ছিল। মেঘেদের ছুঁয়ে অবশেষে বুঝলাম মেঘ ছোঁয়া অনেকটা স্বর্গ ছুঁয়ে দেখার মত। সে লোভ কেবল বাড়তেই পারে, কমে না কখনো।

    উত্তরমুছুন
  3. ছিল বলেছি কেননা মেঘ ছুঁয়ে দেখেছি ইতোমধ্যে.. ছুঁয়ে বুঝতে পেরেছি যে এই লোভ শেষ হবার নয়।

    উত্তরমুছুন
  4. ভাগ্যবান মানুষেরা মেঘ ছুঁয়ে ফেলে! ঈর্ষণীয় কিন্তু ব্যাপারটা!

    উত্তরমুছুন
  5. সেই ভাগ্যবানের দলে আপনি নেই- ব্যাপারটা মোটেই বিশ্বাসযোগ্য নয়। এত তীব্র লোভ বুঝি কেউ এতকাল দমিয়ে রাখতে পারে?!

    উত্তরমুছুন
  6. 😊মেঘেরও তো ধরা দিতে হবে। সকলেই কি আর মেঘ, জল, পাহাড় ছুঁতে পারে?!

    উত্তরমুছুন