সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬

বাউন্ডুলে

আজ একটা নৌকো বাওয়ার দিন।
নীল একটা পানসী নায়ে
কাকচক্ষু ঠান্ডা জলে
ভেসে যাবার দিন ।

আজ একটা ঝিল সারসের দিন।
সবুজ একটা পদ্মঝোঁপে
নীল সাদা সব ফুলের 'পরে
ক্যামোফ্লশ্জের দিন।

আজ একটু একলা হবার দিন।
সাদা মেঘ মাথায় রেখে
বৈঠেটাকে জিরুতে দিইয়ে
পানসীটাতে গা এলিয়ে
শুয়ে থাকার দিন ।

আজ একটা ব্যাকুল গোপন দিন
জলে রোদে চোখে
গন্ধমেখে
তেঁতে থাকা গ্রীষ্ম বেশে
'মন ভাল না' -র দিন ।

আজ,
একটা স্পর্শ পাবার দিন।
জগৎ সংসার শিকেয় তুলে
লাজলজ্জা বিলিয়ে দিইয়ে
স্পর্শ পাবার দিন।
স্পর্শ পেয়ে অবশ হবার দিন।

আজ ঠিক একটা, নৌকো বাওয়ার দিন ।



ফিসফিস

তুমিও একদিন
কিশোরী-ভোরে,
অভিমান চোখে নিয়ে
গভীর হয়েছো ।।

ঘাসের মাদুরে জমা
বিন্দু বৃষ্টি ।।

ঘাসবন চুঁইয়ে
জমে থাকা
সেই এক ভীষণ গোপন,
তুমি।
রয়েছো ।।