বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০১৯

এইসব আর কি ...

ভালবাসা মানে একা রোদ্দূরে ভেজা
কাকেদের সারি,
চিকন ধূলোয়, ভীড় ভাট্টায়
রিক্সা-পাখি,
শিশু বিস্ময়ে চেনা রংধনু,
ভাঙ্গা শব্দ,
মোড়া মেঘ,
ঘাসের চূড়োয়,
শীত জ্যোৎস্নায়
একা একলা,
নিজেই নিজের দুঃখ ভোলা ।।