বুধবার, ৩ এপ্রিল, ২০১৯

নিজেকে খুঁজছো? পাবে।

বুকের ভেতর যে নদী থাকে
থাকে বলেই কি ওতে ডুবতে জানতে হবে?
ভাসতে জানতে হবে?
এমনি এমনি অকারণে
উচাটন মনে ওর তীরে বসতে যেতে
নেই বুঝি?
তোমার যে চিলেকোঠা
ওর হিসেব কেবলই ছাদের বুঝি?
ওই মস্ত এক হ্যাংলা আকাশ
কেমন অযাচিতো
মুখের ওপর বুকের ‘পরে
ঝুঁকে পড়ে
দেখে তোমার বসন বাসন 
তোমার সহবাস ।
তার ওপর তোমার কোন দাবী নেই বুঝি?

আর কত উদাসপনা
আর কত খামখেয়ালী


এবার তুমি একটু ভাবো
দেখো এবার কেউ যেন আর
না আদায় করে 
অকপটে মিথ্যে দাবী।

যে গিয়েছে
গাল দিয়েছে
মিছেমিছি 
কেড়ে নিয়েছে
মনের যত সূক্ষ আবেগ
আহ্লাদী
উদাসী বেলুন,
ফানুস বলে
উড়িয়ে দিল
তোমার যত্নে পোষা
অস্তিত্বের উপস্হিতি।

তাকে এবার ক্ষমা করো।
রাগ গোস্যা আঁচল টেনে
গুছিয়ে আনো।

সিড়ি ভেঙ্গে তে-তলায় যাও।
ছাদের ঘরে বাক্স খোল
আদুরে স্মৃতির চিঠির পাতায়
গন্ধ নাও বুক ভরে


তারও আগে
বলছি তোমায়।
দরজা ভেজাও

ছিটকিনিটা তোল 
বলি অনেক হল অযাচিতো

এবার দুয়ার সাঁটো
গুছিয়ে বসো
আরাম করে পাখার তলে
নিজ জীবনে
নিজ তীরেতে পা ভিজিয়ে
কাশের ফুলের
অমন অগোছালো
গড়ন দেখো

পাগল হও
একলা হাসো
ভালবাসো
নিজের মনের মহাকাশে
নক্ষত্রদের স্ফূলন দেখো।

আমি বলছি
ভাল থাকবে।
নিজেকে পাবে।
একা হবে
একাত্নতায়
আলিঙ্গনে।
স্বস্তি নিয়ে।

নদীতে ঠিক ঢেউ খেলবে।
খেলতে হবেই।।