রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

নিশুত স্নান

রাত জোছনায় ভর করে
যে দুঃখ নামে ধরণীতে;
জংলা গাছের তলে
বুনো হংসীর ছলে,
কষ্টমাখা সে স্নান সারি
আমি কাক-চক্ষু জলে ।।

৬টি মন্তব্য:

  1. অমাবস্যার সাদা-ডানা বুনো হাঁস,
    মর্ত্যের চাঁদ, জ্যোৎস্না ছড়ায় যদি,
    প্রতিচ্ছবি দেখিয়ে মেটায় আশ
    কাক-চক্ষুজলের সেই সে নদী।

    উত্তরমুছুন
  2. সে আমার দুঃখ-ভোলা নদী ~

    বাহ্! চমৎকার গাঁথুনি, শব্দচয়ন আর অভিব্যক্তি ! আপনার নিজস্ব ব্লগটির ঠিকানা পাবার অপেক্ষায় রইলাম।
    আন্তরিক ধন্যবাদ তৃষা 🙏।

    উত্তরমুছুন
    উত্তরগুলি
    1. নদী দুঃখ ভোলায় বটে। কখনো কখনো দুঃখ বাড়াতেও ভুল করে না।

      সে যাই হোক, জেনে খুশি লাগছে যে আপনার কাছে এই শাব্দিক অভিব্যক্তি ভালো লেগেছে। অশেষ ধন্যবাদ।
      হাহাহা...আপনার মত যেদিন অন্যের মনের কথাগুলোকে এমন গোছানো শব্দের পংক্তি দিয়ে স্পর্শ করতে পারব সেদিন নিশ্চয়ই কোন না কোন ব্লগের ঠিকানা আপনাকে দিয়ে যাব। :)

      মুছুন
  3. আমার মতন নয় তো বটেই, অন্য কারও মতন নয়। একেবারে ঠিক আপনার নিজের মত করে লেখা পংক্তির অপেক্ষায় রইলো পৃথিবী।

    উত্তরমুছুন
  4. কবি যখন সাহস দিয়েছেন, তবে কি সাহস করে লিখতে বসে যাব কি না- তাই ভাবছি।

    উত্তরমুছুন
  5. নিঃসন্দেহে ! এক্ষুনি!
    অগ্রীন শুভ কামনা রইলো। 💐

    উত্তরমুছুন