বুধবার, ৮ জুন, ২০১৬

যত্নে ও মন খারাপে

আজকাল আমি ঘুড়ি উড়াই
যত্নের ও মন খারাপের
মেঘেরা তাচ্ছিল্য করে
সে ঘুড়ি ভেজায় ।।

আর আমার শত স্নেহের
নাটাইটাকে ভর করে
সাদা সূতোর ১টা সম্ভাবনা
দাঁড়িয়ে থাকে ; আকাশমুখী ।
আড়াআড়ি;     ধার কাটানো ।
শূন্য নামের নিত্য হাওয়ায় ।

৪টি মন্তব্য: