বুধবার, ৮ জুন, ২০১৬

অবগাহন

একটা ঝুম বৃষ্টি দেবে ?
বদলে একটা ডুবো নদী ।
নদীর নাম জল-ছোঁয়া
বৃষ্টি হবে নেশায় পাওয়া ।

নদীর পারে একা একা
চীৎকারে তারে ডাকা
কন্ঠ ছেঁড়া আমার জল
উন্মাদ কিছু হাওয়ার দল ।

শুনবে কিনা শুনবে কেউ
মাতাল যত নদীর ঢেউ
কন্ঠ মোর রইলো চাপা
দাঁপিয়ে বেড়ায় বৃষ্টি ক্ষ্যাপা !

তারে ছুঁতে হাত বাড়াই
ঝাপটা বিষ্টি শূন্যতাই।
সন্ধ্যেটুকু জমিয়ে রাখি
ওতেই আমি মত্ত থাকি ।
মন ডুবোনো সন্ধ্যেতে
চুঁইয়ে ফোঁটায় গা পেতে

লক্ষ্মীছাড়া  জলফোঁটা
সাক্ষী রইলো ক্ষাণিকটা
সেই সেদিনের
ঝুম বৃষ্টিতে
এই তোমায় ছোঁয়া
নদীতে ।

৬টি মন্তব্য:

  1. নদীর নামটা কিন্তু খুব সুন্দর... জল-ছোঁয়া! কেমন অন্য জগতে নিয়ে যায় নদীর নামটা।
    অনবদ্য। অসাধারণ।

    উত্তরমুছুন
  2. 🙏
    নদীটা কিন্তু রয়েছে। বলছি এর সত্যিই একটা ভৌগলিক অবস্হান আছে, বাস্তবে।

    উত্তরমুছুন
  3. স্ক্যান্ডিনেভিয়াতে নদীর নাম জল-ছোঁয়া??? বাহ্!

    উত্তরমুছুন