বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্পর্শ


... এরপর ঘিরে রইলো 

কুয়াশা তোমায়।

খুব অকস্মাৎ 

অধরে অধর ছুঁলো !

ঝুঁকে এসে আহরণ করলো

 অস্তিত্ব।

বাতাসের নরম পাখায়

ভেসে থাকলো অস্হির-নিশ্চিত,

জলকণা।


ওষ্ঠে পৃষ্ঠে অনুরণন

পিন-পতন বাতাবরণ …

আধো ধোঁয়া 

আধো অন্ধকার



চকিতো এ স্পর্শ

ঘোর মেঘতান

মুহূর্ত ডুবে রইলো

ভেজা অভ্রের ঘ্রাণ ॥