সোমবার, ২০ এপ্রিল, ২০২০

নিশাচর

গভীর নিঝ্ঝুম জ্যোৎস্না।
চাঁদ- সে যত কার্তিক ঠাকুর
হয়ে ছড়ায় তার বন্যা -


নিশুতের চির জাগানিয়া
তক্ষক-মনের নেশা
আড়মোড়া দিয়ে ভেঙ্গে -
ততো  আমায় ডাকে।


এক চিলতে শান্তি
আর বহুদিনের সাথী
দুটো-কদম-ফেলার পা,
নিয়ে নামি আমি পথে।

নিশীথের জ্যোৎস্না ধোয়া
জঙ্গলের কোলাস্জ
কি কথায় ওঠে হেসে?
আমারে টেনে নেয়
বুঁদ জোনাকী আর
লজ্জাবতীর দেশে।

যেখানে- বুনো দিঘী
লুকোচুরি খেলে
বুনো হাঁসের সংসারের
বাসে ।

আহা কি সে ঘোর !