বুধবার, ৮ জুন, ২০১৬

আমার ইচ্ছে করে

আমার ইচ্ছে করে
নায়ের 'পরে  জল-জোছনা হই ।
যে নায়েতে বৈঠে হাতে
তুই চেয়ে রোস উদাস রাতে
তেমনি একা নির্জনেতে
সাগর পাখির পাখনা মেলে
ছই-য়ে বসে রই ।
নিম নিম হিমের রাতে
পিলসুজের উষ্ণতাতে তোর ভাবনা হই ।
আমার ইচ্ছে করে নায়ের 'পরে
জল-জোছনা হই ।

৪টি মন্তব্য:

  1. কখনো সুযোগ হলে আসবেন, আপনাকে লালাখাল দেখতে নিয়ে যাব। সেখানে সারি নদীতে ঠিক আপনার ইচ্ছের মত করে নৌকার ছইয়ের উপর বসে জোছনা দেখা যায়,জোছনার অংশ হওয়া যায়। অপূর্ব সেই অনুভূতি।

    উত্তরমুছুন
  2. নিশ্চয়ই যাব । এমন আমন্ত্রণ লুফে নিতে হয়!
    অশেষ ধন্যবাদ।
    😊🙏

    উত্তরমুছুন
  3. আপনি যে রাজি হলেন সেটাই আমার পরম সৌভাগ্য। 😇

    উত্তরমুছুন