বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

একটি দোলনার আত্মকথন (২)

~শুকনো পাতা, কঠিন রোদ
আমের মুকুল প্রখর হোক~

প্রচন্ড তাপে গ্রীষ্মের এক কাঠফাঁটা রোদে, সত্যিই ফেটে যেতে চায় যখন আমার বুক পিঠ । ঠিক তখন একজন মহানুভব সকলের দুঃখে-দুঃখী এক সুপ্রতিবেশীনি  বাঁশঝাড়, থেকে থেকে ছটাক ছটাক হাওয়া পাঠান আমার দিকে।
আমি তাঁর ঝিরঝিরে বাতাসে দোল খাই। দোল খেতে খেতে সবিনয়ে ধন্যবাদ জানাই ।
শীতল হই । হতে হতে মগ্ন হই। দূর বনানীর সীমান্তরেখায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন