শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮

এখনও একান্তে

এখনও বরষায়,
ঝিল ভরে যায় কচুরীপানায়।
এখনও বরষায়,
মস্ত বড় বৃষ্টি ফোটারা
ঘাস চুবোয়।


অথচ এখনও বরষায়,
পথকলি মন আমার
একাই ভেজে,
জানালা ঘিরে,
এই প্রবাসে ।


এখন
এই বরষায়।

২টি মন্তব্য:

  1. বর্ষা তো ভেজাবেই। তবে জানালাটাও তো থাকে সঙ্গী হয়ে... একা কোথায়?
    প্রবাসী বর্ষা কি নিয়ে আসে সাথে? ধানের গন্ধ, পানের গন্ধ, পানা ডোবা পচা পুকুর গন্ধ?
    ভেজা মাটি সোঁদা মায়াবি গন্ধ? খুব বড়জোর ব্যস্ত পথের গাড়ির চাকার ছিটকে পড়া জলের গন্ধ?
    তারপরেতেও বর্ষা, সেতো কাঁদাতেই ফিরে আসে। নিবাস-প্রবাস সবখানেতেই চোখ ধুয়ে মুছে আনকোরা কোন দুঃখ বুনতে আসে।

    উত্তরমুছুন
  2. এত সুন্দর করে সাজানো মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ।
    একা যে কারণে লাগে প্রবাসের বর্ষা ওসব কিছুই নিয়ে আসেনা, বরং তাপমাত্রার মাত্রাতিরিক্ত স্খলন ঘটিয়ে। হাড় কাঁপানো শীতকে ডেকে নিয়ে এসে মজা দেখে!

    উত্তরমুছুন