রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

মন আমি : মেঘ আমি

মেঘগুলো সব
মেঘ যেন নয়
মেঘ হয়ে সব
মন কথা কয় ।

কোন জলেতে?
মনের বাড়ী?
সেই যে গাঁয়ে
সেই যে আড়ি?
নৌকো ভাসে যে দিঘীটায়?
নৌকো ভাসে
নৌকো ভাসে
আলসী আসে ।।

কচুরীপানায় বিছানা করে
জল সবুজে গা ভিজিয়ে
দুপুর গড়ায় যে কিশোরী
তার কি তাতে বয়েই গেছে?

মেঘের সাথে ছলচাতুরি
বুনোহাঁসের মুখটি ভারী
কি হলো তোর ছানাপুনোর?
রেশমী রুমাল ছানা আহা!
মুখ ডুবিয়ে পা উঁচিয়ে
জলের দেশে বাহাদুরী ।।

মেঘগুলো কি ছায়া মেলে
জল কিশোরীর মনটা যেচে
বন্ধু হতে আস্কারা পায়?
বন কিশোরীর মনটা
 কেমন; দুরু দুরু ইলশেগুঁড়ি;
কেঁপে কেঁপে খোঁপায় গোঁজা
কচুরী ফুলে আলতো বোজা ।।


এই তুমিও মেঘ ছুঁয়েছো
যেতে যেতে অনেকটা পথ
ভাসতে ভাসতে যেমনটা যায়
মেঘের ঘন-য় মেঘের ভেলায়
বিন্নী ধানের খইয়ের মেলায়?
সাদা সেসব চিনির পুতুল?
মেঘ ছিল গো, মেঘ-ই বটে!
এক নিমিষে ছুটতে পেতে
মেঘের ছায়ায় মাঠের ভিতর
যোজন যোজন মাইল দৌড়ে
ঘাস পেরিয়ে বন পেরিয়ে
নিজের একটা একার আকাশ?
সেই আকাশে ঝাঁপসা ধোঁয়ায়
কে সে এসে দাঁড়ায় পাশে?

সে যে তুমি-ই পুরনো মেয়ে
পুরনো মন খুব আলাপন
ফিসফিসিয়ে বুকের পাশে
মেঘ কথা কয় মুচকি হেসে
এলোকেশী দাঁতকপাটি
মনের গুমোট কপাট খুলে
হুড়মুড়িয়ে দাঁড়িয়াবান্ধা
সুখের ঝাঁপি আলতাবিবি
মেঘ ভাষা হয় মেঘ ভেসে যায়
মেঘের আপন সাগর নেশায় ।।


ফিসফিসানি চুপিসারে
তর্কবাগীশ
মন কি জানিস
মন কি বুঝিস

মেঘগুলো সব
মেঘ বলে নয়,
মন হয়ে সব
মেঘ কথা কয় ।।

৫টি মন্তব্য:

  1. "ফিসফিসানি চুপিসারে
    তর্কবাগীশ
    মন কি জানিস
    মন কি বুঝিস

    মেঘগুলো সব
    মেঘ বলে নয়,
    মন হয়ে সব
    মেঘ কথা কয় ।।"

    Favourite lines.. :)

    উত্তরমুছুন
  2. যে মুহূর্ত থেকে কবিতার পংক্তিগুলো পাঠকের প্রিয় , সে মুহূর্ত থেকে সেগুলো তার। কৃতজ্ঞতা তৃষা 🙏 , পংক্তিগুলোকে নিজের করে নেবার জন্য।

    উত্তরমুছুন
  3. কৃতজ্ঞতা কবির কাছে, যে কি না পাঠকের মনের অব্যক্ত অনুভূতিগুলোকে এত সুন্দর ভাষা দিয়েছে। সাধারণ পাঠকের মুগ্ধ হওয়া ছাড়া আর উপায় কী?
    ধন্যবাদ আপনাকে ধ্রুপদী। আপনার পংক্তিগুলোকে আমার নিজের করে দেখার স্বাধীনতা দেওয়ার জন্যে। :)

    উত্তরমুছুন
  4. খুব একটা সাধারণ পাঠক নন কিন্তু আপনি! সেটা স্বীকার করুন আর নাইবা করুন 😊।
    যে কোন কবিতা কবির হয় একবার আর পাঠকের শতবার।এটা পাঠকের অধিকার। কৃতজ্ঞতা জানাই আপনার সেই অধিকারটি আমার ব্লগে এসে খাটানোর জন্য। 🙏

    উত্তরমুছুন