রবিবার, ১৮ নভেম্বর, ২০১৮

প্রলাপ

কাঁশবন নদীর চর একলা ঘর ।
বেতের ধার বালু রূপালী চাঁদ আকাশ।
ঘুম-আলসী ডিঙ্গী-পানসী খুব বাতাস।
অপেক্ষা রাত-জোছনা অভিমান ।।
একলা আমি রাত পাখি ঝিঁঝির ডাক।
খুব কষ্ট তার কথাতে মায়ার চাঁক।।
সুখরে সুখ এই ধরণী শুধু সেই মুখ-
আমি তখন এক ছুটেতে বন পালাই
নষ্ট বাঁশীর কষ্ট সুরে সুর মেলাই ।।

৪টি মন্তব্য:

  1. প্রিয় ধ্রুপদী,
    আপনি এত ধধ্রুপদী ঢঙে "প্রলাপ" বকেন কী করে?

    উত্তরমুছুন
  2. তৃষা, ধ্রুপদী কিনা জানিনা তবে প্রচন্ড জ্বর এলে প্রলাপ কে না বকে?! 🤒😊

    উত্তরমুছুন
  3. জ্বরের ঘোরের প্রলাপ যে এটা নয়- তা বেশ বোঝা যাচ্ছে!
    বিনয়ী কবির কাছে এরচেয়ে বেশি আর কিছু উত্তর আশা করতে পারতাম না বোধহয়। ;)

    উত্তরমুছুন