রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯

মৃগ শাবক

বনের বুক চিড়ে
নীরবতাকে সাক্ষী রেখে
হেঁটে যায় যে বনজ পথ;
তার সাথে থাকি
আমি আর
আমার অমন নিরীহ
ছলছল -
এক পৃথিবী নিমগ্ন
চোখ ।।


২টি মন্তব্য:

  1. এক পৃথিবী ছলছল নিমগ্ন চোখ- কী অসাধারণ সরল অভিব্যক্তি!

    উত্তরমুছুন
  2. হু। সত্যিই তৃষা, বাচ্চা হরিণ গুলো ঠিক কিভাবে এরকম করে তাকায় ?!

    উত্তরমুছুন