সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

রাজ্য

: জানো, এক রাজপুত্রের সাথে বন্ধুত্ব হল।
- তাই ?
: হুম, এ—কদম শিশুর সারল্য।
কোথা থেকে আটটা নীল পদ্ম এনে
বলল -“রাখো”।
কি আর করা হৃদয়টাকে বিল বানিয়ে
ওর মধ্যে রেখে দিলাম।
- আচ্ছা?
: হ্যাঁ । আর ওকে এত ভালবাসি কেন জানো?
-কেন ?
: ওর কবিতা, ওর গানে কেমন যেন একটা মায়া আছে।
কিন্তু হঠাৎ সর্বনাশ ঘটল কালই ! . . .
- কেন কি হল?
: কাল হঠাৎ সেই শিশু আমায় একলা ঘরে পেয়ে ডাকাতি শুরু করল! আমি বলি- “রাজপুত্র, তুমি তো ডাকাত!”
ও বলে- “উহু, রাজদস্যু। ভয় পেয়োনা রাজকুমারী, যাবার বেলায় ভেট দিয়ে যাব।”
- তা কি ভেট পেলে?
: সারা গায়ে চুমুর কলঙ্করেখা।
- শুনেছি, রাজদস্যুরা একই রাজ্য দু’বার ডাকাতি করেনা।
: মরণ!
- কেন? এখন আবার কি হল?
: আমায় যে ভেটের নেশায় পেয়ে গেল ?!
- ( একটু হেসে। কাছে এসে) ভয় নেই,
রাজপুত্র জানে তুমি-ই এখন তার রাজ্য।

২টি মন্তব্য:

  1. রাজপুত্র হোক কিংবা রাজদস্যু, রাজ্যটা যে সে জয় করে নিয়েছে তা রাজকুমারীর "মরণ!" অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছে। 😊
    ভীষণ রোম্যান্টিক কথপোকথন পড়তে বেশ লাগলো।

    উত্তরমুছুন