সোমবার, ১৭ ডিসেম্বর, ২০১৮

সমুদ্র ও মানবী

( ১ )
সমুদ্র: তোমার নাম কি?
একা: একা ।
সমুদ্র: ওটা তো তোমার বৈশিষ্ট্য, নাম কি?
একা: একা।
সমুদ্র: প্রতিদিন এই বিকেলে, আমার পাশে দাঁড়িয়ে
কি দেখো তুমি?
একা: তোমাকে ।
সমুদ্র: আর?
একা: তোমার বিশালত্বকে, টিপের মত গোল
সূর্যটাকে—আর . . .
সমুদ্র: আর ?
একা: আর আকাশটাকে ।
( ২ )
সমুদ্র: কেমন আছো?
একা: এইতো ।
সমুদ্র: এ কয়দিন এলে না যে ?
একা: আমার কথা তোমার মনে পড়েছে ?
সমুদ্র: না তো, জোয়ার নিয়ে এত ব্যস্ত ছিলাম, তোমার কথা ভাববো কখন?
একা: ও আচ্ছা, আমি ভাবলাম . . .
সমুদ্র: কি ভাবলে?
একা: কিছু না।
সমুদ্র: বলো, কি ভাবলে?
একা: কিচ্ছু না তো, আজ আসি।


( ৩ )
সমুদ্র: আচ্ছা সারাটাক্ষণ এমন মনমরা হয়ে থাকো কেন ?
একা: কই নাতো !
সমুদ্র: হুম, তা নাহলে এত চুপ করে থাকো কেন ?
একা: কোথায় চুপচাপ, কথা বলছি তো।
সমুদ্র: আচ্ছা, তুমি কি আমার চেয়েও একা ?
একা: তুমি আবার একা হলে কবে?
তোমার তো আকাশ আছে। সূর্য আছে।
জোয়ারের ব্যস্ততা আছে।
সমুদ্র: থামো।
একা: কেন ?
সমুদ্র: জানো, ইদানীং কেন যেন কিছু ভাল লাগেনা।
একা: কেন?
সমুদ্র: জানিনা, রাতের বেলা জেগে জেগে আকাশপানে
তাকিয়ে থাকি . . .
একা: কি দেখো ওখানে ?
সমুদ্র: কিছু একটা দেখতে চাই, কিন্তু কিছুই দেখতে পাইনা।


( ৪ )
একা: জানো, কাল একটা অদ্ভূৎ স্বপ্ন দেখলাম ।
সমুদ্র: কি স্বপ্ন ?
একা: দেখলাম তোমার কাছে খুব ছুটে আসতে চাইছি কিন্তু
পারছি না . . . তারপর . . .
সমুদ্র: তারপর ?
একা: তারপর আর কি? আসি ।
সমুদ্র: তোমার কি এমন অর্ধেক কথা না বললেই না ?
একা: ( দূরে গিয়ে হেসে) না ।


( ৫ )
সমুদ্র: শোন, আজ পূর্ণিমা ।
একা: তাই?
সমুদ্র: তুমি এই শুক্লা দ্বাদশীর রাতে আসতে পারবে?
একা: পারবো। আসি তাহলে ।
সমুদ্র: (একটু চেঁচিয়ে) শোন শোন, ১টা নীল শাড়ী পরে এসো ।
একা: কেন?
সমুদ্র: আর একটা নীল টিপ । চুল বেঁধো না।
একা: কেন বলবে তো।
সমুদ্র: আজ মেঘেদের ছুটি । তোমার চুল দিয়ে
যদি ফাঁকটুকু ভরে !
একা: (কৌতূহলী) আমি তো কিছুই বুঝতে পারছি না !

( ৬ )
একা: কি অদ্ভূত লাগছে রা-তটা !
আকাশ আজ দারুণ সেজেছে । বাতাসও গায়ে হিম
মেখে এসেছে। ওমা জ্যোৎস্না তো বেলাকে রূপোলি করে সাজিয়েছে !
সমুদ্র: হুম্ , এটাই তো পূর্ণিমা।
একা: সত্যিই চমৎকার । আমাকে নিমন্ত্রণ করেছো
এর জন্য ? খুব ভালো লাগছে ।
সমুদ্র: না তো, আমি তো এ জন্য ডাকিনি?!
একা : তাহলে?
সমুদ্র: জানো এইদিনে আমি সবচেয়ে পাগল হই? আমার ঢেউ দিয়ে তীরের প্রিয়
কোন কিছুকে ইচ্ছেমত ভিজিয়ে দিই ।
একা: ও আচ্ছা ।
সমুদ্র: ( .  .  .)
একা: এ—মা ! আমি একদম ভিজে গেলাম তো !
সমুদ্র: ( . . . )
একা: আমি আসি।
সমুদ্র: এই উৎসবের রাতে আমার ঢেউয়ের জবাব
না দিয়ে যাবে ?
একা:আমার কোন জবাব নেই ।
সমুদ্র: সত্যি-ই নেই ?
একা: না ।
সমুদ্র: ও আচ্ছা, এসো ।
একা:  . . .
সমুদ্র: কি হল? ফিরে এলে যে?
একা: শোন
সমুদ্র: বলো
একা: আমায় এতো দেরি করে ভেজালে কেন ?!

৬টি মন্তব্য:

  1. কী অসাধারণ কথপোকথন!!! প্রকৃতির সাথে মানুষের প্রেম হয়, বিচ্ছেদও হয়.. কিন্তু কেউ সেটা নিয়ে এত সুন্দর করে ভাবতে পারে এটা দেখে অবাক হয়েছি। আপনার ভাবনাগুলো কিন্তু বেশ ভাবায়।

    উত্তরমুছুন
  2. প্রকৃতির সাথে প্রেম বিচ্ছেদ নিয়ে ভেবেছে যুগে যুগে না জানি কত জ্ঞানী মানুষেরা। আরও গভীরে চিন্তার বৃত্তের আরও ব্যাপ্ত পরিসীমায় তো বটেই।
    অতি নগন্য আমি মনের কোন খেয়ালী ভাবনা শুধু টুকে রেখেছি।
    আপনার এই মনোযোগ এবং আগ্রহ আমার লেখার প্রতি। আমাকে যারপরনাই ভীষণ অবাক করে। অনেকটা রাতের জুঁইবনে হাজার তারার আলো যেমন সপ্ষ্ট থেকে স্পষ্ট হয়ে স্হির ছবি হয়ে দাঁড়িয়ে থাকে। আমার মনটা ঠিক সেরকম দ্যূতিতে ভরে ওঠে।
    আবারও আন্তরিক কৃতজ্ঞতা আপনাকে তৃষা। আপনার সমালোচনা, ভুল ত্রুটির বিশ্লেষণ শোনবার জন্যেও কিন্তু আমি ভীষণ ভাবে প্রস্তুত। ওতেও কার্পণ্য না করলেও ভীষণ খুশী হবো।
    🙏

    উত্তরমুছুন
  3. সৃষ্টিশীল লিখায় ভুল ত্রুটি বলতে কিছু থাকে কি? আমার অন্তত কোন ত্রুটি চোখে পড়েনি। আপনি যে এত গুছিয়ে আমার সবগুলো মন্তব্যের উত্তর দেন সেটা বরং আমাকে সাহস দেয় মন্তব্য করার। নয়তো কবেই নিজেকে কেবল আপনার পাঠক হিসেবে সীমাবদ্ধ করে ফেলতাম.. মন্তব্য করার মত সাহস হত না হয়ত। আর আপনি কি না বলছেন সমালোচনা করব? আমাকে অতটা সমঝদার ভাববার কিছু নেই। এড়িয়ে না গিয়ে বরং কবি নিজে তার পাঠকের মন্তব্যের উত্তর দিচ্ছেন- এই কি বেশি না?
    আপনার লিখা পড়তে পড়তে নিজের মনের অনেক বন্ধ জানালা খুলে যায়.. সেখানে সমালোচনা নাহয় না-ই থাকলো।
    ধন্যবাদ আমার মন্তব্যগুলোকে অতখানি গুরুত্ব দিয়ে দেখার জন্য। আর অতখানি সাহস দেয়ার জন্যেও। 😊😇

    উত্তরমুছুন
  4. তৃষা, আপনার কথাগুলো পড়লে সাক্ষীহীন একা একা মেঘ ছুঁয়ে ফেলার স্বাদ পাওয়া যায়। সে স্বাদ একবার পেলে বার বার পাবার লোভটা বড় বেড়েই যায়!
    কৃতজ্ঞতা ��!

    উত্তরমুছুন
  5. প্রিয় ধ্রুপদী,
    এই কথাগুলো ভেতর থেকে আপনিই তো বের করে নিয়ে আসেন
    .. আমাকে অযথা কৃতিত্ব দেয়ার কিছু নেই। কৃতজ্ঞতা আপনারই প্রাপ্য। আর মেঘ? সে তো আপনি নিশ্চিতভাবেই ছুঁয়ে দেখেন.. যতবার কোন পাহাড় বা সমুদ্র নিয়ে কবিতা লিখেন কিংবা তাদের কথা ভেবে মনে মনে ছুঁয়ে দেন, অনুভূতির সহস্র মেঘ!

    উত্তরমুছুন