মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩

ঐকতান


বনস্হলের পাশ ঘেঁষা আবহটা 

গায়ে মেখে

আমার বুকের ভেতর কাঁদায় দাঁড়ানো 

দুধ-নরম গাম্ভীর্যের বক,

কি ভেবে হঠাৎ ;

অপাঙ্গে সব বুঝে নিয়ে

প্রকৃতির সাদৃশ্যে মন গুঁজে -

আবারও এক পায়ে 

ঠায় দাঁড়িয়ে থাকলো 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন