সোমবার, ৭ জুন, ২০২১

জড় আর বিমূর্তের সহাবস্হান

 সে আমাকে বললো

জীবনের সিঁড়ি বেয়ে ওঠার কথা

অপ্রাসঙ্গিক আমি দেখতে পেলাম, 

আজানু কাশবনে দাঁড়িয়ে থেকে

নিজের হারিয়ে যাওয়া।



ছাদ ভেসে যায় 

আকাশের আহ্বানে ! 

কই এমন করে ডাক

আমাকে কোন মানুষ

তো দিলোনা কোনখানে !


ছাদ আর আকাশের

নিরন্তর প্রেম

কবে কে করেছে

কার সাথে!

রমঝম বর্ষা

চোখ-অন্ধ-করা রোদ

তারে ঝোলানো কাপড়ের 

উথাল পাথাল হুঁটোপাটি ।  

ফাঁকে ফাঁকে হাওয়ার

ছুট ।


একান্তে, হৃদয় খুলে দাঁড়িয়ে থাকা ছাদ ।  

এক বুকে তাকে 

আগলে ধরা আকাশ । 




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন