বুধবার, ৭ জুলাই, ২০২১

পরিপ্রেক্ষিত

 তোমরা দ্যাখো তার 

বাসন্তী পর্দায় 

ছাঁকা ছিদ্রখানি । 

সে ছেঁড়া । 


ছিদ্র। ছাঁকনি। 

পর্দা। 

তার বসন্তে। 

দ্যাখনটা দ্যাখো 

তোমরা। 


ছোট্ট ছিদ্র 

ছাঁকনি হয়ে 

পর্দায় দোলে।।  

সোমবার, ৭ জুন, ২০২১

জড় আর বিমূর্তের সহাবস্হান

 সে আমাকে বললো

জীবনের সিঁড়ি বেয়ে ওঠার কথা

অপ্রাসঙ্গিক আমি দেখতে পেলাম, 

আজানু কাশবনে দাঁড়িয়ে থেকে

নিজের হারিয়ে যাওয়া।



ছাদ ভেসে যায় 

আকাশের আহ্বানে ! 

কই এমন করে ডাক

আমাকে কোন মানুষ

তো দিলোনা কোনখানে !


ছাদ আর আকাশের

নিরন্তর প্রেম

কবে কে করেছে

কার সাথে!

রমঝম বর্ষা

চোখ-অন্ধ-করা রোদ

তারে ঝোলানো কাপড়ের 

উথাল পাথাল হুঁটোপাটি ।  

ফাঁকে ফাঁকে হাওয়ার

ছুট ।


একান্তে, হৃদয় খুলে দাঁড়িয়ে থাকা ছাদ ।  

এক বুকে তাকে 

আগলে ধরা আকাশ । 




বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১

স্পর্শ


... এরপর ঘিরে রইলো 

কুয়াশা তোমায়।

খুব অকস্মাৎ 

অধরে অধর ছুঁলো !

ঝুঁকে এসে আহরণ করলো

 অস্তিত্ব।

বাতাসের নরম পাখায়

ভেসে থাকলো অস্হির-নিশ্চিত,

জলকণা।


ওষ্ঠে পৃষ্ঠে অনুরণন

পিন-পতন বাতাবরণ …

আধো ধোঁয়া 

আধো অন্ধকার



চকিতো এ স্পর্শ

ঘোর মেঘতান

মুহূর্ত ডুবে রইলো

ভেজা অভ্রের ঘ্রাণ ॥