বুধবার, ৭ জুলাই, ২০২১

পরিপ্রেক্ষিত

 তোমরা দ্যাখো তার 

বাসন্তী পর্দায় 

ছাঁকা ছিদ্রখানি । 

সে ছেঁড়া । 


ছিদ্র। ছাঁকনি। 

পর্দা। 

তার বসন্তে। 

দ্যাখনটা দ্যাখো 

তোমরা। 


ছোট্ট ছিদ্র 

ছাঁকনি হয়ে 

পর্দায় দোলে।।