বৃহস্পতিবার, ৭ মে, ২০২০

তুমি গিয়েছিলে জলে?


এ জীবন আমার
আমারে শিখায়ে লয়ে চলে
আমার-ই গীত।।

ঘন জলের দেয়াল।
কোলাহলের আবছা আওয়াজ
ভেসে আসে ভোঁতা ।

কান পাতি। পাতি না
চোখে দেখি, দেখিনা
অবশ  নিশ্চিন্ত
ঘুম জড়ানিয়া তরল
কেটে চলি নিজ মনে।

 বুদ্ বুদ্ ।
ধীর ধীর
আবছায়া।


তুমি ডুবিলা কি ডুবিলা না
নীরের আলোক-আঁধার।
ভাসিয়াও দেখিলানা।
চুপি চুপি,
তোমার ভেতর
কে কাটে অমন এক মনে 
ডুব সাঁতার ?